বারহাট্টায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে আটক-১

বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলায় প্রতিবন্ধী এক (১৬) কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনার সঙ্গে জড়িত ধর্ষক আলাআমিনকে আটক করেছে পুলিশ। ধর্ষণের এ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার বাউসী ইউনিয়নের একটি গ্রামে। ধর্ষক আলাআমিন বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের নতুন শেখের পাড়া গ্রামের শান্তো ফকিরের ছেলে।
পুলিশ জানায়, প্রতিদিনের মতই সোমবার সকালে ধর্ষিতার বাবা মা ওই কিশোরীকে বাড়িতে রেখে কাজে যায়। এসময় উৎপেতে থাকা প্রতিবেশী ধর্ষক আলআমিন ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে এলাকার লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ধর্ষক আলাআমিন। ঘটনা টের পেয়ে এলাকাবাসী মেয়েরটির বাবা মাকে খবর দেয়। এলাকাবাসী ও ধর্ষিতার বাবা মা ধর্ষক আলাআমিনের অভিভাবককে বিষয়টি জানায়। কিন্তুু তার অভিভাবক বিষয়টি আমলে না নিয়ে ধর্ষিতার বাবা মাকে হুমকি দেয়। এদিকে গোপনসূত্রে বিষয়টি জানার সাথে সাথে মঙ্গলবার মধ্যরাতে ধর্ষক আলাআমিনকে আটক করে বারহাট্টা থানা পুলিশ ।
বুধবার সকালে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) মোহাম্মদ শফিউল আলম ও বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: বদরুল আলম খান ঘটনাস্থলে পরিদর্শন করেন। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বদরুল আলম খান জানান, ধর্ষিতা কিশোরীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু দমন আইনে ধর্ষণ মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত ধর্ষক আলাআমিনকে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।