কলমাকান্দায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলা প্রশাসন আয়োজনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নেত্রকোণার জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনোয়ার হোসেন ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল খালেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সি সাংমা। এ অনুষ্ঠানে উপজেলার সরকারি বিভাগীয় দপ্তর থেকে কর্মকর্তাগন, ইউপি’র জনপ্রতিনিধিগণ, শিক্ষক-শিক্ষার্থীগণ ও সাংবাদিকগণ সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। এ সময় তারা এসডিজি অর্জনে বিভিন্ন সুপারিশমালা পেশ করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।