
পূর্বধলা প্রতিনিধি : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে স্থগিত হয়ে যাওয়া নেত্রকোণার পূর্বধলা উপজেলা নির্বাচন মঙ্গলবার সকাল নয়টা থেকে উৎসব মুখর ও কড়া নিরপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৮টায় উপজেলা পরিষদের ফলাফল কক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেসরকারী ভাবে বিজয়ী নৌকা প্রতীকের প্রাপ্তভোট ৫২ হাজার ৯৮৬। তার নিকটতম প্রতিদ্বদ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মাছুদ আলম তালুকদার টিপু পয়েছেন ২৯ হাজার ৯৩৫ ভোট। অন্যান্য পদের প্রার্থীদের ফলাফল এখনও পাওয়া যায়নি।
উপজেলার ১১টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে ভোটার ছিল ২ লাখ ২৪ হাজার ৫শ ৫৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ২শ ৫৬ জন আর মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ২শ ৮৩ জন।