
বিশেষ প্রতিনিধি: নির্বাচনে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে অনেক কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল কম। সকাল ১০টা থেকে দুপুর পৌনে দুইটা পযন্ত হিরণপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ অন্তত ১০টি কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটারদের উপস্থিতি তেমন লক্ষণীয় নয়। যে সব ভোটর উপস্থিত রয়েছেন তাঁদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। তবে মাঝামাঝি সময় ভোটারদের উপস্থিতি কিছুটা সন্তোষজনক। দুপুর আড়াইটার দিকে হুগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে কেন্দ্রের বাইরে ১০/১২ জনের মতো নারী ভোটার ও গুটি কয়েকজন পুরুষ ভোটার রয়েছেন। ভেতরে প্রবেশ করে প্রিসাইডিং কর্মকর্তা ও রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল হকের কাছে জানা গেছে ৩ হাজার ৭৬২ জন ভোটারের মধ্যে ১ হাজার ২২১ জন ভোট দিয়েছেন। বিকেল সাড়ে তিনটার দিকে জগৎ মণি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে ভেতরে ও বাইরে নারী পুরুষের ভিড় রয়েছে। এর মধ্যে ভেতরে নারীদের তিনটি দীর্ঘ লাইন রয়েছে। বিকেলে চারটার দিকে নারায়ণডহর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা শেখ মো. মহসিন জানান ৪ হাজার ৫৩৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৯১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।