
বিশেষ প্রতিনিধি:“ দাম বাড়ান তামাকের-জীবন বাঁচান আমাদের” এই শ্লোগানকে ধারন করে জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা পরিষদ সুপার মার্কেটের সামনের সড়কে সোমবার সকালে সুশাসনের জন্য প্রচারঅভিযান-সুপ্র, নেত্রকোণা জেলা শাখার আয়োজনে মাদকদ্রব্য পণ্যের ওপর সুনিদিষ্ট হারে কর বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেছে।
সুশাসনের জন্য প্রচারঅভিযান-সুপ্র জেলা শাখার সভাপতি অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বাবলম্বি উন্নয়ন সমিতির পরিচালক স্বপন পাল, উন্নয়ন কর্মী কোহিনুর বেগম, মানবাধিকার সংরক্ষণ পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ প্রমূখ।