
কেন্দুয়া প্রতিনিধি: প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিশিষ্ট বাউলশিল্পী ইসলাম উদ্দিনের অষ্টম শ্রেণিতে পড়–য়া একমাত্র মেয়ে ইসরাত জাহান ইমুর এইচএসসি পর্যন্ত পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন সান্দিকোণা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবুল আহমেদ।
সোমবার দুপুরে অসুস্থ বাউল ইসলাম উদ্দিনকে দেখতে ও তার পরিবারের খোঁজ-খবর নিতে অধ্যক্ষ বাবুল আহমেদ একই প্রতিষ্ঠানের প্রভাষক কামরুল কবীর ভূইয়া পল্টুকে সঙ্গে নিয়ে উপজেলার সান্দিকোণা ইউনিয়নের খিদিরপুর গ্রামে বাউলের বাড়িতে যান। এ সময় তিনি বাউল ইসলাম উদ্দিনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং বাউলের মেয়ের এইচএসসি পর্যন্ত পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব অধ্যক্ষ নিতে বহন করবেন বলে বাউল ইসলাম উদ্দিনকে নিশ্চিত করেন।
সান্দিকোণা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবুল আহমেদ জানান, বাউল ইসলাম উদ্দিন শুধু একজন গুণী শিল্পীই নয়, তিনি আমাদের সম্পদ। তিনি প্রয়াত হুমায়ূন আহমেদের বহু চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। ইসলাম উদ্দিন অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না এবং তার মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে- তা হতে পারেনা। তাই সকলকে সাধ্যমত এই গুণী বাউলের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
এ বিষয়ে বাউল ইসলাম উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, দেশের অনেকেই আমাকে চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিচ্ছেন। এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, অসুস্থতার জন্য স্থানীয় সান্দিকোণা স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়–য়া আমার একমাত্র সন্তান ইসরাত জাহান ইমুর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় অধ্যক্ষ বাবুল আহমেদ মেয়েটির পড়াশোনার দায়িত্ব নেওয়ায় আমি খুবই আনন্দিত এবং হতাশামুক্ত হয়েছি।