
বিশেষ প্রতিনিধি: “সমৃদ্ধির সোপানে বাংলাদেশ,সময় এখন আমাদের” স্লোগানে স্লোগানে নেত্রকোণা জেলা শহরে বাজেটকে স্বাগতম জানিয়ে এক আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
মিছিলে শেষে সংক্ষিপ্ত সভায় সঞ্চালক ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম খান শুভ্র,মেহেদী হাসান মুন্না, ইব্রাহীম আহমেদ, ওবায়দুর রহমান, পিয়াস আহমেদ, লুৎফর রহমান, আল-আমিন খান, সোহেল মিয়া প্রমুখ।
বাজেটকে শিক্ষাবান্ধব উল্লেখ করে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার মাইলফলক হিসেবে কাজ করবে। সেই সাথে সরকারের রূপকল্প বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।