
নাটোর প্রতিনিধি: ‘কৃষি শুমারী সফল করি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাটোরে কৃষি শুমারী শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা পরিসংখ্যান বিভাগের উপ পরিচালক দিলীপ কুমার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেনসহ সংশ্লিষ্টরা। এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতি তথা সমগ্র দেশের আয়ের মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। জিডিপি’তে বর্তমানে বৃহত্তর কৃষির সমন্বিত অবদান শতকরা ১৩.৩১ ভাগ এবং মোট শ্রমশক্তির শতকরা ৪০ ভাগের বেশী কৃষিতে নিয়োজিত। কৃষির উপর নির্ভর করে দেশের অর্থনৈতিক অগ্রগতি চলমান রয়েছে। এ কারনে জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কৃষি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে বাড়ি বাড়ি গিয়ে কৃষি শুমারীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।