পাহাড়ী ঢলে নষ্ট হওয়া সড়ক মেরামত করলেন এমপি

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পাচগাঁও সড়কের নল্লাপাড়ার রসু নামক স্থানে রুসু ব্রিজের এপ্রোচ সংযোগ সড়ক মাটি ধসে গত বৃহস্পতিবার সকালে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন ঈদে বাড়ীতে আসা মানুষ।
স্থানীয় সূত্রে জানায় যায়, গত কয়েকদিনে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড়ী ঢলে উপজেলার সীমান্তবর্তী পাচগাঁও সড়কের নল্লাপাড়ার রসু নামক স্থানে রুসু ব্রিজের দু’পাশের এপ্রোচ সংযোগ সড়ক মাটি ধসে বিচ্ছিন্ন হয়ে যায়। যাতায়াতে অসুবিধার সম্মূখীন হয়ে পড়েন জনসাধারণ। এদিকে ঈদে দেশের দূর-দূরান্তে থেকে এলাকায় ঈদ করতে আসা নারী, শিশু সহ বৃদ্ধ লোকজন পড়েছেন চরম দূর্ভোগে।
এদিকে খবর পেয়ে গত বৃহস্পতিবার ছুটে আসেন নেত্রকোণা-১(দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মানু মজুমদার। পরে তিনি নিজের অর্থায়নে বাঁশ ও বস্তা, বালু কিনে স্থানীয়দের নিয়ে শুরু করে দেন মেরামতের কাজ তারপর পুনরায় যাতায়াত ও চলাচলের উপযোগি করে তোলেন। ফিরে আসে ঈদে ঘরমূখী মানুষের মাঝে স্বস্তি।
অপরদিকে ওই দিন বিকালে তিনি কলমাকান্দা-দুর্গাপুর সড়কের চান্দুয়ইল নামক স্থানে চান্দুয়াইল ব্রিজের দুইপাশের এপ্রোচ সংযোগ রাস্তা ভেঙে যাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় মেরামত করার ব্যবস্থা করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।