অবশেষ কলমাকান্দায় ধান ক্রয় শুরু

কলমাকান্দা প্রতিনিধি: অবশেষে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান। বুধবার সকালে উপজেলায় খাদ্য গুদামে ধান ক্রয়ের উদ্বোধন করেন নেত্রকোণা-১ আসনের এমপি মানু মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সি সাংমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহমেদ,মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দীন, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আবুল কালাম আজাদ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু প্রমুখ।
স্থানীয় এমপি বলেন, অনেক পরিশ্রম করে কৃষকরা ধান উৎপাদন করেন। এ ধান সরকারের নির্ধারিত মূল্যে ক্রয় শুরু হয়েছে। যদি কোন কৃষক ধান বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যায় পড়েন সে ক্ষেত্রে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কৃষকের ধান বিক্রয়ের সাথে কোন মধ্যসত্ত্বভোগী থাকতে পারবে না, সে দিকে জনপ্রতিনিধি, খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন মানু মজুমদার এমপি।
কলমাকান্দা উপজেলায় ৬শ ১৩ মে:টন ধান সংগ্রহ করা হবে। যার প্রতি কেজি ধানের মূল্য ২৬ টাকা নির্ধারণ করেছে সরকার।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।