নেত্রকোণা জেলা পুলিশের সৌজন্যে ঈদ উপহার পেল সরকারী শিশু সদনের শিশুরা

বিশেষ প্রতিনিধি: জেলা পুলিশ সুপারের সৌজন্যে ঈদ সামগ্রী পেল নেত্রকোণা কুমড়ী এলাকায় সরকারী শিশু সদনের শতাধিক শিশুসহ সরকারী শিশু পরিবারে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী গণ।
বিশেষ সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলা পুলিশের সৌজন্যে জেলা সদরের কুমড়ী এলাকায় সরকারী শিশু সদনের বসবাসরত ৯৫ জন এতিম শিশুকে নতুন কাপড়সহ ঈদ সামগ্রী মঙ্গলবার সকালে তুলে দেয়া হয়। এসময় সরকারী শিশু সদনের কর্মকর্তা কর্মচারীসহ মোট ১০২ জনের উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিপিএম-সেবা।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এসএম আশরাফুল আলম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ শাজাহান মিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল পিপিএম সহ পুলিশ কর্মকর্তাগণ।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই আমাদের এই উদ্যোগ। ঈদের আনন্দ সকল ধর্ম বর্ণের মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বার জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।