
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর মধ্যমবাগান এলাকায় সারাদেশের ন্যায় তথ্য আপা কার্যক্রমের প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে তথ্যসেবা অফিসার জান্নাত আরা পপি‘র সভাপতিত্বে শনিবার বিকেলে উঠান বৈঠকে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ। অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, প্রধান অফিস সহকারী সুবল রঞ্জন কর প্রমুখ। সভায় উপস্থিত নারীদের তথ্য আপা কার্যক্রম, বাল্য বিবাহ, যৌতুক প্রথার কুফল, নারী সহিংসতা ছাড়াও নারীদের নানা সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করা হয়।