
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইফতার ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এসএম আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হান্নান রঞ্জনসহ জেলা প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ। ইফতার মাহফিলে সার্বিক তত্বাবধানে ছিলেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা খোরশেদ উদ্দিন খান।