
বিশেষ প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে দিনদিনই সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে পড়ছে অনেক তাজা প্রাণ। সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে সারাদেশব্যাপী স্কুল শিক্ষার্থীরা জোর আন্দালনে নেমেছে।
দুর্ঘটনা কমাতে পথচারীদের জন্য জেব্রা ক্রসিং এঁেক সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান এর নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের সাতপাই এলাকায় নেত্রকোণা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দুইটি নমুনা স্পিড ব্রেকার ও একটি জেব্রা ক্রসিং এঁকেছে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এর আগে নেত্রকোণার আঞ্জুমান আর্দশ সরকারী উচ্চ বিদ্যালয় ও দত্ত উচ্চ বিদ্যালয়ে সামনের রাস্তায় পর ছাত্রলীগ নেতা সোবায়েল আহম্মেদ খান এর নেতৃত্বে দুইটি জেব্রা ক্রসিং অঙ্কন করে ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান জানান, শুধুমাত্র জেব্রা ক্রসিং অঙ্কন নয়, আমরা এরপর সাধারণ পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবো। বাংলাদেশ ছাত্রলীগকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।
এসময় ছাত্রলীগের মহতী এ উদ্যোগকে স্বাগত জানান আশপাশের পথচারীরা। তবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু জেব্রা ক্রসিং সমাধান নয়, প্রয়োজন সচেতনতা। এবার সে লক্ষেই কাজ করবে ছাত্রলীগ।