
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বালুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে কামরুল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কলমাকান্দার শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের আইয়ূব আলীর ছেলে। তিনি ওই সড়কের নির্মাণ শ্রমিক ছিলেন।পুলিশ সংবাদ পেয়ে ট্রাকের চালক রমজান আলীকে আটক করেছে। সে ময়মনসিংহ জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ব্লক নির্মাণের কাজ করছিল কামরুল। এ সময় দুর্গাপুর থেকে ছেড়ে আসা বালি ভর্তি দ্রুতগামী একটি ট্রাক শান্তিপুর এলাকায় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কামরুল।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব নিশ্চিত করে বলেন, মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। এ ঘটনায় মামলা হবে।