নেত্রকোণায় পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি: পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারন প্রতিরোধ,কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন বিষয়ে নেত্রকোণায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন নেত্রকোণায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মতিউর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল,সাবেক সম্পাদক এম.মুখলেছুর রহামন খান, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, বাংলানিউজলাইন সম্পাদক লাভলু পাল চৌধুরী, ইনকিলাব জেলা প্রতিনিধি একেএম আব্দুল্লাহ, সময় টিভির প্রতিনিধি আলপনা বেগম, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী প্রমুখ।
এ সময় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়েও কৈশোরে গর্ভধারন প্রতিরোধ,কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন নিয়ে বিভিন্ন বিষয় অবহিত করা হয়। অবহিতকরণ সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ত্রিশজন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, সরকারের চলমান উন্নয়ন সহ স্বাস্থ্যসেবা মানুষের দোর গোড়ায় পৌছে দিতে গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে। পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারন প্রতিরোধ,কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ বিষয়ে জনগণকে আরো সচেতন করতে গণমাধ্যমে এবিষয়ে সংবাদ প্রচারের আহ্বান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।