
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে বারহাট্টা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যন মুহাম্মদ মাইনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ্ আল মাহমুদ, বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিউল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ, বারহাট্টা থানা সহ উপজেলার সকল কর্মকর্তাগণ, বিভিন্ন গণ মাধ্যমে কর্মরত সাংবাদিক বৃন্দ, ও অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীগন।