নেত্রকোণায় শিশুকে রেখে পালিয়েছে বাকপ্রতিবন্ধি মা

বিশেষ প্রতিনিধি : আশ্রয় নিয়ে রাত্রিযাপনের পর নেত্রকোণায় নিজের গর্ভের ছেলে সন্তানকে অন্যের বাসায় রেখে অজ্ঞাত পরিচয়ের এক বাকপ্রতিবন্ধি মা পালিয়ে গেছেন।

জেলা সমাজসেবা কার্যালয়সূত্র জানায়, শহরে জয়নগর এলাকার বাসিন্দা আশ্রয়দাতা ওই বাসার গৃহবধূ আমেনা আক্তার।শনিবার সন্ধ্যায় সন্তান কোলে নিয়ে এসে আশ্রয় চাইলে শিশুসহ বাকপ্রতিবন্ধি ওই মাকে বাসায় রাত্রিযাপন করতে দেয়া হয়। পরে আজ (রোববার) সকালে উঠে দেখা যায় সন্তানকে রেখে পালিয়েছেন তিনি।


এরআগে, সোমবার (১৩ মে) সন্ধ্যায় আমেনার বাসার সামনে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই বাকপ্রতিবন্ধি। পরে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে সংশ্লিষ্টদের হেফাজতে দেয়া হয়। সেখানেই এক ছেলে নবজাতকের জন্মদেন ওই মা।
নেত্রকোণা শহর সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ আল মামুন জানান, আমেনা শিশুটিকে নিয়ে সমাজসেবা কার্যালয়ে এসেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।