
নাটোর প্রতিনিধি: নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি গোডাউন, ৪টি দোকান ও ২টি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার রাত আড়াইটার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আসাদুজ্জামান জানান, চকবৈদ্যনাথ এলাকার জুয়েলের কাগজের কার্টুন ও প্লাস্টিক ক্যারেটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা পাশের একই ধরনের আরো ৩টি গোডাউন, দোকান ও আশপাশের বসতবাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাটোর ও বনপাড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে যায় ৪টি গোডাউন, ৪টি দোকান ও ২টি বসতবাড়ি।
প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।