নেত্রকোণা উশু এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহ্ফিল

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা উশু এসোসিয়েশন এর উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোণা শহরের বারহাট্টা রোডস্থ ওয়েসিস মিয়াম ল্যাবরেটরী স্কুলে নবগঠিত কমিটির পরিচিতি ও ইফতার মাহ্ফিলে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ খাইরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান বাবুলের সঞ্চলনায় এবং সাধারণ সম্পাদক নাদিম আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, জেলা আওয়ামীলীগ নেতা আবুল মুনসুর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি আবু নাসের তালুকদার মিলু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান তুহিন আক্তার, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দিব্যেন্দ্র দত্ত রায় মোহর, সিনিয়র সহসভাপতি এস এ শামীম, এডভোকেট সৈয়দ হাফিজ উদ্দিন, সহ-সভাপতি শংকর কুমার সরকার,সহসভাপতি একে আমির হোসেন, সহসভাপতি হুমায়ুন কবীর লিটন, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম তারেক, মহিলা বিষয়ক সম্পাদক দেওয়ান সাবেরা নাসরিন (শান্তা),কোষাধ্যক্ষ এডভোকেট ফরিদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসাইন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, কার্যকরী কমিটির সদস্য আজহারুল ইসলাম অরুণ, সেলিম আলম, মোহন খান, প্রণব বিশ্বাস  আটপাড়া ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ রুস্তুম আলী, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি জাহিদ হাসান, সাংবাদিক দিলীপ সেন, দৈনিক খোলা কাগজের সাংবাদিক সালাহ উদ্দিন খান রুবেল, কোণাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানা সরকার, বিজয় টিভির সাংবাদিক জহিরুল ইসলাম খান কবীর, বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম জেলা কমিটির সভাপতি বাউল গোলাম মৌলাসহ জেলা উশু এসোসিয়েশন এর বিভিন্ন উপজেলার সভাপতি/সম্পাদকসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও নাদিম মার্সাল আট উশু সেন্টারের প্রাক্তন ও বর্তমান প্রশিক্ষণার্থীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।