মদনে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩৫

মদন প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে নেত্রকোনার মদনে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওয়ান পাড়ায়।
আহত আতিকুর রহমান, লেসকু মিয়া, তোফাজ্জল হোসেন ও আব্দুল হান্নানের অবস্থা আশঙ্কা জনক থাকায় তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত জিলু মিয়া, ছোট আবু, আহেলা,জাকির হোসেন, শাহীম, জাহিদুল ইসলাম, নাসির উদ্দিন, আসলাম, ভিক্কু মিয়া, নুর মোহাম্মদ, ইসলাম মিয়া, তাহের মিয়া ও এরশাদ মিয়া কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুমন, বিবেক, আজিমুদ্দিন, আজিজুল, লিলা আক্তার, আবু বকর, আব্দুল্লাহ, জালাল মিয়া, জাহের উদ্দিন, রুকতন, আইনুল, মামুনুল, সফু, আলাল, রেজিয়া আক্তার, আইকুল, হাদিস, মতিউর রহমানকে স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসাধীন রাখা হয়েছে। এ সময় দুলু গ্রুপের সাদ্দাম, খোশিদ, জানিবের বসত ঘর প্রতিপক্ষের লোকেরা ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।
জানাযায়, দীর্ঘদিন ধরে দেওয়ান পাড়ার লুৎফর মুন্সীর দলের সাথে একই পাড়ার দুলু মিয়ার দলের ঝগড়া ও মামলা মোকদ্দমা চলে আসছে। লুৎফর মুন্সীর গ্রুপের সইদুল মঙ্গলবার সকালে মুসলীম মার্কেটের সামনে তার বোরো ধানের জমি দেখতে গেলে একই গ্রামের দুলু গ্রুপের সইদুলের ভাগ্নে দয়াল ও মহসিনের সাথে তর্কবির্তকের এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে ২ঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। মদন থানার ওমি মোঃ রমিজুল হক জানান, সংঘর্ষের ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।