
কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত । ওই সময় মদিনা বেকারী কে গুণগত মানে গলদ থাকার অভিযোগে ৩০ হাজার টাকা ও পাশাপাশি হাসান বেকারী কে সিলগালা করেছেন- ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অস্বাস্থ্যকর পরিবেশ এবং পঁচা ও মরা ব্যাঙ, পোকামাকড়সহ মিষ্টি সংরক্ষণের দায়ে উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা বাজারের হাসান বেকারিকে সিলগালা ও পাশাপাশি একই স্থানে মদিনা বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা নগদ আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত এর বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন ও স্থানীয় পুলিশ দল সহযোগিতায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।