ময়মনসিংহে স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় পূর্ব শত্রুতার জেরে মারুফ হত্যা মমালার রায়ে রাকিবুল ইসলাম নামে একজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে আসামীদের উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় ঘোষনা করেন। রাকিবুল মুক্তাগাছা উপজেলার পাইক শিমুল গ্রামের আঃ রাজ্জাকের পুত্র। একই মামলায় অপর দুই আসামিকে খালাস প্রদান করেছেন আদালত।

২০১৩ সালের ১৯ অক্টোবর রাতে মাহবুবুর রহমান মারুফকে ২/৩জন অজ্ঞাতনামা দুস্কৃতিকারী ফুসলিয়ে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গুম করে রাখে। দীর্ঘক্ষণ মারুফ বাসায় না আসায় আশে পাশে খুজতে থাকে এবং আত্মীয়-স্বজেনের বাসায় খোঁজ করে। পরে রাত ১১টার দিকে তার ভাগ্নে আজহারুলের ফিসারীর এক কোনে গলাকাটা অবস্থায় মারুফের লাশ খুঁজে পায়।

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম ও অ্যাডভোকেট বেগম সুলতানা হোসনে জাহান আসামি পক্ষে মামলা পরিচালনা করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।