অল্পের জন্য রক্ষা পেলেন নাটোর পৌর মেয়র

স্টাফ রিপোর্টার, নাটোর : অল্পের জন্য সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। এঘটনায় প্রায় আধা ঘন্টা নাটোর-বগুড়া মহসড়ক অবরোধ করার ঘটনা ঘটেছে। এসময় কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।
পৌর মেয়র উমা চৌধুরী জলি জানান, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে তিনি নিজ কার্যালয় থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচ্ছিলেন। তাকে বহনকারী জিপটি মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছলে বগুড়া থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহি বাস পেছন থেকে জিপটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির এক স্থানে চাপ লেগে ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয় জনতা এসে গাড়ি থেকে মেয়র ও তার ব্যক্তিগত সহকারী মৌমিতা ভট্টাচার্য্যকে উদ্ধার করে। তবে তাদের কোন ক্ষতি হয়নি। এ খবর পৌরসভা কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারি, কাউন্সিলর সহ বিভিন্ন স্তরের মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই ধারে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ঘটনাস্থলে ছুটে যান। তার হস্তক্ষেপে অবরোধকারীরা শান্ত হয়। পরে পুলিশ বাসটি আটক করলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।