
ময়মনসিংহ প্রতিনিধি : ‘‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি’ উন্নয়নের শপথ করি’’এই শ্লোগানে বিভাগীয় শহর ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে স্থানীয় টাউন হল প্রাঙ্গনে র্যা লীর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এ.এইচ.এম লোকমান। এসময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভুঞা, ভাপ্তপ্রাপ্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও জিলা মটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
র্যা লীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ট্রেড ইউনিয়ন, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন, জাসদসহ বিভিন্ন শ্রমিক সংগঠন বাদ্য-বাজনা নিয়ে শহরে র্যা লী বের করেন।