নেত্রকোণা জেলা উশু এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত

সালাহ্ উদ্দিন খান রুবেল : নেত্রকোণা জেলা উশু এসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ উশু ফেডারেশন কেন্দ্রীয় কমিটি গত এপ্রিল অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সিদ্বান্ত মোতাবেক বাংলাদেশ উশু ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী গত ২৩ এপ্রিল বাংলাদেশ উশু ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড.আবদুস সোবহান গোলাপ,এম.পি ও সাধারণ সম্পাদক মো.দুলাল হোসেন এর যৌথ স্বাক্ষরে আলহাজ¦ মো. খাইরুল ইসলাম বাবুলকে সভাপতি এবং নাদিম আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নেত্রকোণা জেলা উশু এসোসিয়েশনের সংশোধিত কমিটি অনুমোদন দিয়েছেন।
নব গঠিত জেলা শাখা কমিটি পহেলা মে থেকে দায়িত্বভার গ্রহণ করবে। সেই সাথে জেলা ক্রীড়া সংস্থার সমন্বয়ে নারী নির্যাতন, যৌন হয়রানী, ইভটিজিং রোধ, বাল্য বিবাহ, সরকারের জিরো ট্রলারেন্স ঘোষিত মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধে সকল প্রশিক্ষণ ও প্রতিযোগিতাসহ উশুর উন্নয়নমূলক ক্রীড়া কার্যক্রম পরিচালনা করবে। সংশোধিত নেত্রকোণা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির পূণাঙ্গ কমিটি হলো সভাপতি আলহাজ্ব মো.খাইরুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি দিব্যেন্দ্র দত্ত রায় মহর, সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম শামীম, সহ-সভাপতি এডভোকেট সৈয়দ হাফিজ উদ্দিন সিদ্দিক, সহ-সভাপতি শংকর কুমার সরকার, সহ-সভাপতি এ. কে. আমির হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবীর লিটন, সাধারন সম্পাদক নাদিম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম তারেক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সত্যেন্দ্র পাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আনোয়ার জহির লিটন, মহিলা বিষয়ক সম্পাদক দেওয়ান সাবেরা নাসরিন (শান্তা), দপ্তর সম্পাদক মো.জাহাঙ্গীর আলম খান, কোষাধ্যক্ষ এডভোকেট ফরিদ আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক কামাল হোসাইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক আনিসুর রহমান (ইউরো আনিস), কার্যকরি সদস্য-আজহারুল ইসলাম অরুন, সেলিম আলম, মোহন খান, প্রনব বিশ্বাস, মো.মনিবুর রহমান পাভেল, মো.রফিক তালুকদার।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।