গৌরীপুরে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ৫ পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার  (২৮ এপ্রিল) রাতে মাদক উদ্ধারে গৌরীপুর থানার এসআই আবদুল আউয়ালেরর নেতৃত্বে এসআই রুহুল আমিন, এএসআই আনোয়ার হোসেন ও কামরুল এবং কনস্টেবল আল আমিন রামগোপালপুর বাজারে খোকন মিয়ার দোকানে যান। সেখান থেকে ইয়াবা পাওয়া গেছে বলে খোকনকে আটক করে পুলিশ।
একপর্যায়ে  স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি জেনে পুলিশ সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধও করেন তারা। পুলিশকে স্থানীয় জনতা একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন। পরে থানা থেকে পুলিশের উর্ধতন কর্মকর্তারা বিচারের আশ্বাস দিয়ে পুলিশ সদস্যদের ছাড়িয়ে আনে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সেই গৌরীপুর থানার  ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার কারা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে, দোষি হলে বিভাগীয় ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।