
বিশেষ প্রতিনিধি: জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে নেত্রকোণা জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে রবিবার নেত্রকোণায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় নেত্রকোণা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়। র্যালীর নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ আবু মোঃ আমিমুল এহসান। এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রোকনুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফিয়া বেগম, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ বাহাউদ্দিন আহমেদ, যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজানা খান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ হারুন-অর-রশিদ, সিনিয়র সহকারী জজ কোহিনুর আরজুমান, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ জগলুল হক, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলী মাসুদ সেখ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হামিদুল ইসলাম, জেলা বারের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্যসহ আইনজীবী, জেলা জজ কোর্টের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
পরে স্থানীয় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিবসের লক্ষ্য, উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।