
সাখাওয়াত হোসেন: গত বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র ও সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটুর নেতৃত্বে প্রায় ১৫০ জনের একটি দল নেত্রকোণা থেকে যাত্রা করে। এ দলটি শুক্রবার (২৬ এপ্রিল) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলের মসজিদে জুমার নামাজ আদায়ের পর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এতে নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলা কমিটির নেতা কর্মীরা অংশগ্রহণ করেছেন।
নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র ও সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটু বলেন, দীর্ঘদিনের ইচ্ছা ছিল যাঁর নীতি আদর্শ বুকে ধারন করে মানব সেবায় ব্রতী হব, সেই মানুষটির সমাধি স্হলের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করব। আল্লাহর রহমতে স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মী নিয়ে বঙ্গবন্ধুর সমাধিস্হল টুঙ্গিপাড়ায় চলে আসার সুযোগ হয়েছে। দোয়া চাই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য ও সুস্থতা নিয়ে সকলকে নিয়ে নেত্রকোনায় ফিরে আসতে পারি।