কলমাকান্দায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী-শ্বশুর আটক

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকােণার কলমাকান্দায় যৌতুক না দেয়ায় পারভীনা আক্তার (২৫) নামের এক গৃহবধুকে শুক্রবার ভােরে পিটিয়ে হত্যা করছে বলে অভিযােগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী পূর্বপাড়া গ্রামে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালে সাড়ে ১০ টায় পারভীনের স্বামী শফিকুল ইসলাম (৪৫) ও শ্বশুর তােরাব আলীকে (৭০) আটক করেছে থানা পুলিশ। পারভীনের সহোদর ভাই নেত্রকোণার বারহাট্রা উপজেলার রত্নপুর গ্রামের তরিকুল ইসলাম জানান, শফিকুল ইসলাম ও তার পরিবারর লােকজন যৌতুক লােভী। পারভীনকে প্রায়শই তারা যৌতুক এনে দিতে চাপ দিতাে। ইতিমধ্যেই পারভীন এক লাখ টাকা যৌতুক হিসেবে এনে দিয়েছে তার স্বামীকে। আরাে এক লাখ টাকা এনে না দেয়ায় মাঝে মধ্যেই তার স্বামীসহ সংসারের অন্যান্যরাও তাকে মারধর করতাে। আজ শুক্রবার ভােরে তার স্বামী’র বাড়িতে তাকে অতিরিক্ত পিটিয়েছে বলেই পারভীনের মত্যু হয়েছে দাবী করেন তিনি। পারভীনের গলায়, পিটসহ শরীরর বিভিন্ন অংশে আঘাতের চিহ্নও রয়েছে। পারভীনের স্বামী শফিকুল পরিবারের লােকদের দাবি এটি কােন হত্যাকান্ড নয়, এটি শুধু মাত্রই আত্মহত্যা। জিজ্ঞাসাবাদের জন্য ওই দু’জনকে আটককের বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মাে. মাজহারুল করিম জানান, প্রাথমিক অবস্হায় ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্ত করার পর বিস্তারিত বলা যাবে। লাশ উদ্ধার করে শুক্রবার দুপুরে নেত্রকােণা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানাে হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।