দুর্গাপুরে হাতবাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে হাতবাঁধা ও মুখে কাপড়র গোজা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী বারমারী এলাকার পাহাড়ের পাদদেশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বারমারী এলাকার পাহাড়ের নিচে স্থানীয়রা বোরখা পরিহিত এক নারীর মরদেহ দেখতে পায়। ওই নারীর হাত দুইটি পিছনে বাঁধা ও মুখে কাপড় গোজা। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছরের মতো।

পরে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলেছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।