দুর্গাপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

দুর্গাপুর প্রতিনিধি: ২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ মৌসুমে উৎপাদন লক্ষ মাত্রা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, কৃষি কর্মকর্তা এমএ রেজাউল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূইয়া প্রমুখ।
উপজেলার মোট ৩২০ জন কৃষকের মাঝে ১.৬ মেট্রিকটন উচ্চ ফলনশীল বীজ ধান এবং ৮ মেট্রিকটন বিভিন্ন জাতের সার বিতরণ করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।