
পূর্বধলা প্রতিনিধি : ঢাকার বংশাল থানার চৌকস অপারেশন অফিসার এসআই গৌতম রায়ের হত্যাকাণ্ডের ৯ বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালের ১৯ এপ্রিল অফিসের কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথে সূত্রাপুর থানার লালমোহন সাহা স্ট্রিট এলাকায় এক সন্ত্রাসীচক্র সুপরিকল্পিতভাবে তাকে গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডের পর ৮ বছর পার হলেও বিচারের কোনো খবর জানা নেই নিহতের পরিবারের কাছে। আদৌ সঠিক বিচার পাবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করছেন পরিবারের সদস্যরা। নিহতের ছোট ভাই সাংবাদিক তিলক রায় এ ব্যাপারে বলেন, যে পিস্তল দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে সেই পিস্তলটিও পুলিশ উদ্ধার করতে পারেনি। এ মামলায় চাক্ষুস দুজন সাক্ষী থাকা সত্ত্বেও পুলিশ মামলাটির কোনো কুল-কিনারা করতে পারেনি। এদিকে এসআই গৌতম রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাসায় গীতাপাঠ, আচার অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।