
বিশেষ প্রতিনিধি:“কৃষক বাঁচাও-দেশ বাঁচাও” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণায় বাংলাদেশ কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে কৃষক লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী হয়েছে।
জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খান।
জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য চন্দন সরকার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক দীপক ধর গুপ্ত, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ উদ্দিন আহমদ, জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মজিবুর রহমান তারেক, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোরাল আহমেদ, জেলা কৃষক লীগের বিদ্যুৎ বিষয়ক সম্পাদক লুৎফর রহমান বাচ্চু সহ কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।