ময়মনসিংহে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মরাজের মা (৬০) হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলার ১৬ বছর পর দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

একইসঙ্গে এ মামলায় আব্দুল আজিজ (৫৫) ও খোকন ভূঁইয়া (৫২) নামে দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ডসহ ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল হেলিম (৬৪), আবুল কাশেম (৬০)। এছাড়াও আব্দুল আজিজ এবং খোকন মিয়াকে তিন বছরের কারাদন্ড ও ২৫ জনকে খালাস দেয়া হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক এহসানুল হক এ রায় দেন।

রায়ের পর আদালত প্রাঙ্গণে আসামিপক্ষ কান্নায় ভেঙে পড়েন। তারা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।