
বিশেষ প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে নেত্রকোণা জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বর্নাঢ্য র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন হাসপাতাল অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোণা মেডিকেল কলেজের অধ্যক্ষ একেএম সাদিকুল আজম, ডিডিএলজি জিয়া আহমেদ সুমন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিলোৎপল তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আহসান কবির রিয়াদ এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান।