
স্টাফ রির্পোটার: বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্যোগে নেত্রকোণা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে বৃহষ্পতিবার সকাল ১০টায় সার্কিট হাউস মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
জেলা তথ্য অফিসার মোঃ মোখলেছুর রহমান জানান, প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত আচারণ বিধি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব (যুগ্ম সচিব) মোঃ শাহ আলম, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ, বিশেষ আলোচক সাবেক সিনিয়র গবেষক শামীমা চৌধুরী প্রমুখ।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা তথ্য অফিসার মোঃ মোখলেছুর রহমানসহ জলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।
এরআগে বুধবার সন্ধায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ সহ অতিথিগণ এক সংক্ষিপ্ত আলোচনা করেন।