পহেলা বৈশাখে ছাত্রলীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ

সৈয়দ আল রাকিব: পহেলা বৈশাখ উপলক্ষ্যে নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান এর উদ্যোগে প্রতিবন্ধি ও পথ শিশুদের মাঝে নতুন জামা কাপড় সহ বিভিন্ন উপকরণ বিদরণ করা হয়েছে।
পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগী করে নিতে সকালবেলা থেকেই শহরের কাটলী এলাকার এলাহী নেওয়াজ মোড়ে, ছিন্নমূল, দরিদ্র, পথ শিশু, প্রতিবন্ধী শিশুদের মাঝে উপহার হিসেবে বৈশাখী জামা এবং কিছু খাবার বিতরণ করে বৈশাখী উৎসব উৎযাপন করেন ছত্রলীগ কর্মীরাা।
এসময় জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান বলেন, প্রতিটি উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে হবে। নেত্রকোণা জেলা ছাত্রলীগকে বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম মানবিক ছাত্রলীগ জেলা ইউনিটে রুপান্তর করতে নিরলস পরিশ্রম সহ নানা মুখি মানবিক কাজ করে যাচ্ছেন এই ছাত্রলীগ নেতা।
এই সময় তার সাথে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু পেশাজিবী আইনপরিষদের আহ্বায়ক এড.মনোয়ারুল হক পারভেজ, মুন্না, ইব্রাহীম,লুৎফুর, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সৈয়দ আল রাকিব,দ্রুবো,বাধন ,প্রান্ত, স্বালম আরিফ, সহ কাটলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় পঞ্চাশ জন ছিন্নমূল, দরিদ্র, পথ শিশু, প্রতিবন্ধী শিশুদের মাঝে উপহার ও খাবার বিতরণ করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।