মদনে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত: আটক এক

বিশেষ প্রতিনিধি: পূর্বশত্রুতার জের ধরে নেত্রকোণার মদনে বৃহষ্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, মদন উপজেলার আলমশ্রী গ্রামের বেপুল গ্রুপ এবং কামরুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহষ্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দু’গ্রুপের সংঘষে বেঁধে যায়। সংর্ঘষে ঘটনাস্থলেই বেপুল গ্রুপের সমর্থক আলমশ্রী গ্রামের জিলধর মিয়ার ছেলে বিবেক মিয়া (৩২) মারা যায়। এসময় উভয় পক্ষের মানিক,জাহাঙ্গীর, সুজা ও রহমত আলীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মদন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মদন থানার ওসি মোঃ রামিজুল হক জানান,আলমশ্রী গ্রামের বেপুল গ্রুপ এবং কামরুল গ্রুপের মধ্যে আগে থেকেই একাধিক খুনের ঘটনা ঘটেছে। একাধিক মামলা চলমান রয়েছে। এরি জেরে বৃহষ্পতিবার বিকেলে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার পর কামরুল গ্রুপের জাহাঙ্গীর নামের একজনকে আটক করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।