
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলার কলমাকান্দা থেকে বৃহষ্পতিবার বিকেল পাঁচটার দিকে ইয়াবাসহ একজনকে আটক করেছে র্য্যাব।
কিশোরগঞ্জ র্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার, বিএন এম শোভন খান জানান, কলমাকান্দা উপজেলার কেশবপুর এলাকা থেকে হরিণধর গ্রামের চিত্ত রঞ্জন তালুকদার ছেলে মাদক ব্যবসায়ী উত্তম তালুকদার রুবেল (২৩) কে আভিযান চালিয়ে ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয় বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
এঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোণার কলমাকান্দা থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।