নেত্রকোণায় বিশ্ব পানি দিবসে র‌্যালী ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি: “সবার জন্য নিরাপদ পানি” শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় বিশ্ব পানি দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকালে শহরের মুক্তারপাড়া মাঠ থেকে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাজাহান মিয়া, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ সরকারী/বেসরকারী অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলামর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাজাহান মিয়া, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন,প্রথম আলো’র জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী প্রমুখ
এসময় বক্তারা পানির অপচয় রোধসহ পানি রক্ষায় আরো সচেতন হওয়ার আহ্বান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।