
বিশেষ প্রতিনিধি: ভূমি সপ্তাহ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি নেত্রকোণা সদর উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে ‘ই-নামজারী টাউট দালালদের মাথায় বাড়ি, রাখব নিষ্কন্ঠক জমি বাড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার সুমনা আল মজিদ, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবরেজিষ্টার জহিরুল ইসলাম এবং সহকারি কমিশনার (ভূমি) বুলবুল আহমেদ।