ন্যাশনাল সার্ভিস চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

দেলোয়ার হোসেন ময়মনসিংহ :  ময়মনসিংহে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সুবিধাভোগীরা তাদের চাকরি জাতীয়করণসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন।

অন্যান্য দাবিসমূহ হচ্ছে- এক মাসের মধ্যে পুনরায় নিয়োগ দিতে হবে, বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে, চিকিৎসা ভাতা দিতে হবে, প্রভিডেন্টফান্ড, প্রাচুইটি বিল চালু করতে হবে, প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদ মর্যাদা দিবে হবে ও ময়মনসিংহ সদর ন্যাশনাল সার্ভিস কর্মকর্তা-কর্মচারিদের সরকারি চাকুর ন্যার্য সকল সুযোগ সুবিধা দিতে হবে।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে নগরীর গাঙ্গিনারপাড় মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ ময়মনসিংহ সদরের সভাপতি সবুর উদ্দিন শিকদার (বাপ্পি), সহকারি সভাপতি শাম্মী আক্তার (রুমি), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহকারি সাধারণ সম্পাদক রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, সদস্য বিউটি আক্তার, দেলোয়ার হোসেন, বাবুল আহমেদ, ওমর ফারুক প্রমুখ।

ন্যাশনাল সার্ভিসের সুবিধা ভোগীরা জানান, প্রথমত আমাদেরকে সরকার দুই বছরের জন্য নিয়োগ দিয়ে বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। কিন্তু দুই বছর অতিবাহিত হওয়ার পর তারা আবারো বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে নিদারুন কষ্টে জীবন-যাপন করছে। তাই তারা প্রধানন্ত্রী’র কাছে চাকুরি জাতীয়করণের জোর দাবি জানান। মানববন্ধন শেষে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে যুব উন্নয়ন মহাপরিচালক বরাবর

মানববন্ধন শেষে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে যুব উন্নয়ন মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।