
মদন প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলার বীর মক্তিযোদ্ধা এ রহিম চৌধুরী অটিজম ও প্রতিবন্ধী স্কুলের শতাধিক শিক্ষার্থীরা পেল টিফিন বক্স। রোববার পৌর কাউন্সিলর সানাউল হক সেকুল নিজ উদ্যোগে এ টিফিন বক্স বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে পৌর কাউন্সিলর সানাউল হক সেকুল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি উজ্জ্বল রহিম, তোফাজ্জল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি তাহমিনা চৌধুরী,প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন,দাতা সদস্য পলাশ,শিক্ষক পারভীন আক্তার,রুমকি আক্তার,শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।