নেত্রকোণার কুমড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ী উচ্চ বিদ্যালয়ের ২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুখলেছুর রহমানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির সহধর্মিনী,নেত্রকোণা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, দি হলি চাইল্ড কিন্ডার গার্টেনের অধ্যক্ষ কামরুন্নেছা আশরাফ দীনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন, রৌহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না, কুমড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম ফকির, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিদ্যালয়ের ছাত্র শিক্ষক অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন ক্রীড়া ও শরীরচর্চার সহকারী শিক্ষক মোঃ হারেছ উদ্দিন খান। বিকেলে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পরে প্রধান অতিথি কামরুন্নেছা আশরাফ দীনা কাবিখা প্রকল্পের আওতায় রৌহা ইউনিয়নের বালীজুরী থেকে কারলী স্লুইচগেট পর্যন্ত রাস্তার মাটি ভরাট কাজের উদ্বোধন করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।