নেত্রকোণায় শিশুদের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় সপ্তাহব্যাপী সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানা সমূহে ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে কৃমি নিয়ন্ত্রণ ঔষধ সেবনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।