
বিশেষ প্রতিনিধি: ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ শ্লোগানে সারা দেশে চলছে বিএফএফ- সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার উৎসব। দেশের উন্নয়নে মাদক ও জঙ্গীবাদমুক্ত সমাজ গঠন করতে হবে। বিজ্ঞানমনস্ক প্রজন্মই পারে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক ও জঙ্গীবাদ সমাজ গঠনে কাজে লাগাতে হবে। নেত্রকোণা জেলা প্রেস ক্লাব হলরুমে শনিবার সকালে জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান উদ্বোধন করেন সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
প্রতিযোগিতায় জেলা সদরের আটটি বিদ্যালয় থেকে ২৪জন প্রতিযোগি অংশ গ্রহন করে। বিদ্যালয় গুলো হচ্ছে- নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয়, কুনিয়া ফজরেন্নেছা উচ্চ বিদ্যালয়, রাজুর বাজার কলেজিয়েট স্কুল ও মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়, চল্লিশা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হয়েছে দত্ত উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছে নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাসিফ কবীর নভ।
তর্কে বিতর্কে যুক্তি খন্ডনের মধ্য দিয়ে শনিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা। উপস্থিত সকলেই বিতার্কিকদের যুক্তি তর্ক উপভোগ করেন। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন নেত্রকোণা ডিবেট এ্যাসেসিয়েশন জেলা কমিটির সভাপতি ও নেত্রকোণা আবু আব্বাস কলেজের সহকারী অধ্যাপক নাজমুল কবরী সরকার ও মা শৈলজা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক খগেন্দ্র নাথ তালুকদার। বিতর্ক উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিলুফার ইয়াসমিন পুরবী, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া, মিলন বাশাঁটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল বাছির, উন্মেষ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোহাদ্দেছ হোসাইন, নেত্রকোণা সরকারি বালেকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শহীদুল ইসলাম শাহীন, সুস্থির সরকার। সময় নিয়ন্ত্রনে ছিলেন সুহৃদ সদস্য মিজানুর রহমান ইমন ও শিক্ষক প্রিয়াঙ্কা ঘোষ। অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্বে ছিলেন- সমকাল জেলা প্রতিনিধি মো. খলিলুর রহমান শেখ, সুহৃদ সদস্য শাহ আবুল খায়ের।
সমকাল সুহৃদ জেলা কমিটির সভাপতি ও নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমানের সভাপতিত্বে ও সুহৃদ সমাবেশ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুস্থির সরকারের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, মা শৈলজা রঞ্জন ফাউন্ডেশনের চেয়ারম্যান খগেন্দ্র নাথ তালুকদার, নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোণা ডিবেট এ্যাসিয়েশন জেলা কমিটির সভাপতি নাজমুল কবীর সরকার, শিক্ষক মো. আসলাম মিয়া, মো. আবদুল বাছির প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করতে মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির যুগে দেশ এগিয়ে যাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে বিশ্ব এখন হাতের মুঠোয়। বিজ্ঞানের মাধ্যমে আমরা জানব। সমকাল বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আগামী প্রজন্মের ভবিষ্যৎ উজ্জল হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে।
নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল বলেন, প্রযুক্তি আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়েছে। আর সে ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্বপূনূ ভমিকা রয়েছে। তবে প্রযুক্তির আবার খারাপ দিকও আছে। বুঝে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে।
ডিভেট এ্যাসিয়েশন নেত্রকোণা জেলা কমিটির সভাপতি নাজমুল কবীর সরকার বলেন, ইন্টারনেটের অবাধ ব্যবহার ভাল, তবে অপ ব্যবহার ভাল নয়। শিক্ষার্থীদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। সমাজও পরিবারকে সচেতন হতে হবে। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই দেশের সঠিক উন্নয়ন হবে।
সভাপতির বক্তব্যে খন্দকার আনিছুর রহমান বলেন, বর্তমান বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন করতে হবে। তবে অনেক ক্ষেত্রে প্রযুক্তিই আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আবার এই প্রযুক্তি দ্বারা ভাল কাজও হচ্ছে। প্রযুক্তিকে ভাল কাজে ব্যবহার করতে হবে।