নেত্রকোণার বকুলতলায় ৫৩ তম সাহিত্য আড্ডা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা শহরের মোক্তারপাড়াস্থ বকুলতলায় ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘বোধ’ এর ৫৩ তম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে এবং অনুশীলন সাহিত্য পরিষদ নেত্রকোণা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কবি আহমেদ শরীফ মামুনের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি তানভীর জাহান চৌধুরী, অধ্যাপক কবি আনোয়ার হোসেন, অধ্যাপক কবি আহমেদ শরীফ মামুন,কবি দেবদ্রত,শফিউল আলম স্বপন,কবি দুনিয়া মামুন,কবি সৈয়দ আনোয়ার, কবি আসমা খাতুন, কবি বৃষ্টি আক্তার, অধ্যাপক কবি রিপন পারদেশি, কবি শুকরান খান, কবি ফয়সাল চৌধুরী প্রমুখ।
এছাড়া অড্ডার অন্যতম আকর্ষণ ছিল জেলা আড্ডার সাথে জড়িত নব নির্বাচিত জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, সম্পাদক শ্যামলেন্দু পাল এবং সদস্য মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীকে সংবর্ধনা প্রদান। পরে সাহিত্য বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা লেখক সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, নেত্রকোণা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, প্রফেসর ননী গোপাল সরকার, খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদের মহাসচিব ও অনুশীলন সাহিত্য পরিষদ ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী,অধ্যাপক ড.ফজলুর রহমান খান, লোক গবেষক অধ্যাপক রেজায়ুল করিম, অধ্যাপক কবি অনুপ সাদী, অধ্যাপক কবি আনোয়ার হোসেন, কবি সাইফুল ইসলাম কণ্ঠশিল্পী ডাঃ হাসান হাদিউর রহমান হৃদয় সহ অনেকে। অনুষ্ঠানে কবি সাইফুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ “ফিরবে না” এর পাঠ উম্মোচন করেন ভালোবসার কবি তানভীর জাহান চৌধুরী। পরে কবি সাইফুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।