নেত্রকোণায় যমুনা টিভির পঞ্চম প্রতিষ্টাবার্ষিকীতে র‌্যালী আলোচনা

বিশেষ প্রতিনিধি: র‌্যালী,আলোচনার মধ্যদিয়ে নেত্রকোণায় যমুনা টিভির পঞ্চম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় জেলা প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে কেক কেটে শুভ জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরমেয়র আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ অন্যরা।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী সভাপতিত্বে ও নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান ও এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক এম মুখলেছুর রহমান খান, নেত্রকোণা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, শিকড় উন্নয়ন কর্মসূচীর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন, কৃষিবিদ দীলিপ সেন, দুর্বার গোষ্টির সাধারণ সম্পাদক হাসান কামরুল, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ভজন দাস, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটন, উশু এসোসিয়েশনের সভাপতি নাদিম আহমেদ, কবি এনামূল হক পলাশ, এডভোকেট আল আমিন, বাংলাদেশ লোক সংস্কৃতি ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল, জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও প্রভাষক দীপক সরকার, বিটিভির জেলা সংবাদদাতা শিমুল মিলকী, সময়টিভির জেলা প্রতিনিধি আলপনা বেগম, মাইটিভির জেলা প্রতিনিধি আনিসুর রহমান, প্রথম আলো’র জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সোবায়েল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন যমুনা টিভি’র স্টাফ রির্পোটার কামাল হোসাইন।
আলোচনা সভায় বক্তারা, যমুনাটিভির সাফল্য কামনা করে প্রতিষ্ঠানে উত্তোরোত্তার সমৃদ্ধি কামনা করেন।
পরে জেলা প্রেসক্লাব প্রাঙ্গন থেকে এক বণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর সভার সামনে গিয়ে শেষ হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।