
কেন্দুয়া প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. দিলোয়ার হোসেন। তিনি উপজেলার গন্ডা-দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। তিনি ইতোমধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধি ও ভাল ফলাফল অর্জনে সুনাম কুড়িয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। প্রধান শিক্ষক দিলোয়ার হোসেন বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে যোগ্যতার প্রমাণ রেখেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিভিন্ন যোগ্যতা বিবেচনা করে প্রধান শিক্ষক হিসাবে মো. দিলোয়ার হোসেনকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।